ঋণ জালিয়াতির দায়ে কারাবন্দী হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনালী ব্যাংকের সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের ১৯ মার্চ হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। সেই মামলায় কারাভোগ করছিলেন তানভীর মাহমুদ।
এছাড়া সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলার প্রধান আসামি ছিলেন মো. তানভীর মাহমুদ।
পাঠকের মতামত
মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
টাকা পরিশোধ করে মরছে নি ? পরকালে টাকা পাবে কোথায় ? তাহলে তো শান্তি পাবে না । অতি চালাক গণ শিক্ষা নিন । ঋণ মুক্ত হয়ে কবরে যান। নয়তো কঠিন শাস্তি অবশ্যই পাবেন। ঐ দুনিয়াতে চালাকি চলে না ভাই সব।
Kazi