আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে দারুণ বল করেছেন শেখ মেহেদী। গতকাল পূর্ণ ৪ ওভারে ২৫ রানের খরচে টাইগার স্পিনার তুলে নেন ৩ উইকেট। নিজের খেলা শেষ ৬ ম্যাচের সবগুলোতেই ৪ ওভার বল করে ৩০ রানের বেশি মেহেদী দেননি। তবুও দলে নিয়মিত জায়গা কেনো পাচ্ছেন না, সে প্রশ্নের উত্তর কোচ, অধিনায়ক অথবা নির্বাচকদের কাছে জানতে চাইতে বললেন এ টাইগার ক্রিকেটার।
আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের লক্ষ্যে নেমে ব্যাট হাতেও অবদান রাখেন মেহেদী। ৩ বলে ৬ রানের অপরাজিত ইনিংসে মারেন একটি গুরুত্বপূর্ণ বাউন্ডারি। শেষ পর্যন্ত ২ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। চট্টগ্রামে গতকাল ম্যাচশেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মেহেদী বলেন, ‘আসলে এই প্রশ্নটার উত্তর হয়তো প্রধান কোচ দিতে পারবে, আমাদের অধিনায়ক দিতে পারবে, আমাদের দল নির্বাচনে যারা আছে, তারা দিতে পারবে। দেখুন আমার কাজ হচ্ছে খেলা। আপনি যেটা প্রশ্নটা করেছেন যে, আমার জন্য কঠিন..’
সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মেহেদী বলেন, ‘আসলে সিম্পল একটা প্রশ্ন আমি করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, এক মাস এই চ্যানেলে, এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফরটেবল না। একই ব্যাপার আমারও। কঠিন আমার জন্য, তবে চেষ্টা করছি।’
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আগামী ২রা ডিসেম্বর চট্টগ্রামেই